অঙ্গীকার
অঙ্গীকার – অমি রেজা
তুমি চলে গেলে,সত্যি চলে গেলে।
আমাকে একটুও বুঝতে দিলেনা,
নীরবে চলে গেলে।
তুমি নাই তবু —-
শূন্যতার কানায় কানায়
আমি পূর্ণতাকে খুঁজে ফিরি।
চোখের তারায় তারায়
আমি আধাঁরে লুটাই।
মিষ্টি চাঁদপানা মুখের
খিলখিল হাসির শব্দ,
আমি বসন্ত বাতাসে
শুনবো বলে কান পেতে রই।
নিশিথ রাতের নিস্তব্ধতাকে ভেঁদ করে
শিউলি ফুলের মাতাল করা গন্ধে
আমি তোমায় খুঁজে ফিরি।
রিমঝিম রেশমি চূড়ির
টুং টাং শব্দ শুনে,
চকিত হৃদয়ে আমি
তোমার উপস্থিতি টের পাই।
তুমি আসবে জানি,
একমুঠো স্নিগ্ধ স্বপ্ন বয়ে।
আবার আমাকে ভালোবাসার
অঙ্গীকার নিয়ে।