বিবর্ণ ভালোবাসা
বিবর্ণ ভালোবাসা – শাকিল হাসান
একদা দেখেছি তোমায় এক প্রভাতে
ভোরের আলোর ছটায় কি যাদুই না ছিল সেই চোখে!
আকাশের নীলাভ ছোয়া? না না এতো সাগরের নীল,
যেখানে নাবিক হারাবে দিশা।
আমি হারালাম,সব উজাড় করে হারালাম।
অত:পর নিজেকে খুজছিলাম আর
তাতেই কেটে গেছে এতটা সময়।
প্রেম আমার এমনি হয়েছিল সে চোখের সাথে,
খুঁজে পাইনা আর কোথাও আগের মতো নিজেকে।
বন্ধুদের ভীড়েও বড্ড একলা লাগে।
তবু ভাবতে ভালো লাগে তোমায়,তোমার চোখ।
এভাবেই কাটুক না সময়, অনন্তকাল ধরে।