আমার কবিতা হবে?
আমার কবিতা হবে? – বুশরা হাবিবা
শব্দহীনতায় ভোগা এই শূন্য মস্তিষ্কের কবিতা হবে?
কবিতা হয়ে এসে সবটুকু শব্দহীনতার অসুখ এক নিমিষে ভুলিয়ে দেবে?
লিখতে না পারার যন্ত্রণা থেকে আমায় মুক্ত করবে?
গদ্যময় এ পৃথিবীতে আমার একান্ত নিজস্ব কবিতা হয়ে আসবে?
ছন্দ-মিলে আমার যতো ক্লান্ত-শ্রান্ত ভাবনাগুলো সেসব থেকে আমায় একটু মুক্তি দেবে?
এক মহাকাল ধরে রচিত কোনো মহাকাব্য হয়ে
আজন্ম ধরে খুঁজতে থাকা শান্তিটুকু আমায় তবে এনে দেবে?
কবিতাহীন যে জগতে দমবন্ধ হয়ে মরছি আমি একটু একটু করে
সে জগত থেকে আমায় মুক্ত করে এক মহাকাল ধরে জমিয়ে রাখা
যত কাব্য আছে সবটা আমার হাতের মুঠোয় এনে দেবে?
শব্দহীনতার অসুখে ভোগা এই শূন্য মস্তিষ্কে অজস্র নতুন শব্দ জুড়ে দিবে?
কাব্যহীন এ জীবন জুড়ে হাজার পঙক্তিতে মোড়ানো এক মহাকাব্য হয়ে আসবে তবে?
আমার আমির জন্য আমার একার নিজস্ব এক কবিতা হবে?