আকাশ দেখা আর হয় না
আকাশ দেখা আর হয় না – বুশরা হাবিবা
জানো, আজকাল আর আকাশ দেখি না।
ভাবছো হয়তো খুব ব্যস্ত তাই সময় পাই না?
উহু!আকাশটাকে যে আর আগের মত ভালোই লাগে না।
মুঠোফোনের ঐ প্রান্তে তোমার কন্ঠ,
তোমার নিঃশ্বাসের মাতাল করা শব্দ
এপ্রান্তে আমার চোখ জোড়া ঐ সুদূর দিগন্তে নিবদ্ধ,
আমিতো আকাশ দেখা বলতে এটুকুই বুঝতাম!
এমন আকাশ দেখার জন্যই আমি উন্মুখ হয়ে থাকতাম।
মুঠোফোনের ঐ প্রান্তটা আজ একদম শূন্য,
তোমার আদুরে কন্ঠ কিংবা অভিমানী আলাপ,
কিংবা নিতান্তই অবুঝ কিছু খুনসুটি
কিছুই তো আর নেই বাকি,
একলা আমি বল তো আর কেমনে ঐ আকাশ দেখি!
আজকাল আর আমি আকাশ দেখি না,
বিচ্ছিরি লাগে অমন রঙহীন,ধূসর আকাশ।
যেখানে তাকালেই চোখজোড়া শুধু ঝাপসে ওঠে,
মনটা তখন অকারনেই বিষাদে যায় ছেয়ে
আকাশটা যে এখন আমার ভীষণ,ভীষণ বিচ্ছিরি লাগে!