সুইসাইড নোট
সুইসাইড নোট – বুশরা হাবিবা
এই প্রচন্ড মন খারাপের অনুভূতি আমায় আর বেঁচে থাকতে দিবে না।
এই হতাশায় নিমজ্জিত জীবনে আমি
আবারো একটু প্রাণ ভরে নিশ্বাস নিতে পারবো কি না জানি না।
জীবনের সাথে স্নায়ুযুদ্ধে হেরেই চলেছি আজন্ম!
সিলিং এর দিকে তাকিয়ে মুক্তি খুঁজি,
একটা ফাঁস,
কিছু সময় রূদ্ধশ্বাস,
তারপর চির প্রত্যাশিত মুক্তি।
জীবনের কাছে বাড়ছে কেবল দেনা,
নিঃশ্বাসের দামেই নাহয় পরিশোধিত হোক সবটা দেনা, সবটা পাওনা।
কোনো এক ভোরে আজানের শব্দ আর কানে এসে না পৌঁছাক,
নিথর দেহ জানিয়ে দিক নিঃশব্দ প্রতিবাদে-
আজন্ম অবহেলিত আমার জন্য করা হয়েছিলো নিষিদ্ধ এ পৃথিবী।
বেঁচে থাকার আমৃত্যু আকুতি নিয়েই হারিয়ে গিয়েছি আমি।
চলে গেলে জেনে রেখো বলেছিলেম-
ভালো থেকো পৃথিবী, ভালো থেকো তোমরা,
তোমাদের পৃথিবীতে জোটেনি দুদণ্ড শান্তি –
জুটেছিলো কেবলই লাঞ্চনা আর অবহেলা হিসেব ছাড়া।