মোহনার বালি – ঝিলিক চক্রবর্তী
লালমাটি ধানক্ষেত ছুঁয়ে
সন্ধ্যা নামে আকাশে আমার,
পাতা-ফুলে জটিলতা রেখে
বালিতটে ঢেউ ফিরে যায়,
আবছায়া ভেদ করে করে
ভুলে যাই কোথায় ছিলাম ।
মোছে দিন নকল আবহে
চল তবে জীবন পোড়াই ।।
তোর চোখে মোহনার বালি
ছলছল ঢেউ যেন তার,
শুধু তুই ফিরে গেলি বলে,
শেষ রক্ষা হয় না আমার ।।
Post Views: ৫৬৭