মেঘ বালিকার গল্প
মেঘ বালিকার গল্প – অমি রেজা
কাঁদছে আকাশ
বজ্রপাতে বলে চলেছে
তার মেঘ বালিকার গল্প।
সুনীল আকাশের বিশাল শুভ্রতায়
মেঘ বালিকার টুকরো টুকরো মান-অভিমানে
বেশ’ত চলছিল আকাশ,মেঘের ভালোবাসাবাসি।
মেঘ বালিকার কাজল টানা চোখের কোলে
বয়ে যেত সবুজ পাহাড় ঘেরা যাদুকাটা নদী।
শান্ত-স্নীগ্ধ হিমেল পরশে
আকাশ ভেসে বেড়াত যাদুকাটার জলে,
মেঘ বালিকা খেলত লুকোচুরি বেলা অবেলায়।
কাঁদছে আকাশ
বুকফাটা আর্তনাদে বলে চলেছে
তার মেঘ বালিকার গল্প।
হঠাৎ কি হল মেঘ বালিকার?
তার সাদা শুভ্র গাত্রবর্ণ
ক্রমশ কৃষ্ণকায় হয়ে যাচ্ছে।
চক্ষু কোটরে যাদুকাটা নদী
শীর্ণ হয়ে আসছে,
দূরারোগ্য ক্যান্সার বাসা বেধেছে
মেঘ বালিকার বুকে।
নিস্তেজ বালিকার সব আহ্লাদ
আজ কালো রঙ মুড়িয়ে দিয়েছে
আকাশের বুকে,
বিরামহীন কাঁদছে আকাশ।
ক্যামোথেরাপীর অসহ্য যন্ত্রনায়
ক্ষতবিক্ষত মেঘ বালিকার দেহ
আহত পাখির মত ছটফট করছে
আকাশ,কাদঁছে বিরামহীন।
আকাশের আঙুলে
আঙ্গুল ছোঁয়ায় মেঘ বালিকা,
আমার কিছু হয়ে গেলে
আর কেঁদনা,
আদুরে রৌদ কে ভালোবেস।
কাদঁছে আকাশ,
আ…আ…রবে বলে চলেছে
তার মেঘ বালিকার গল্প।