ভালবাসা তুমি
ভালবাসা তুমি – মারুফ আহম্মেদ
ভালবাসা তুমি,
তমস্র রজনীর পর ভোরের আলো,
নাকি সদ্য ফোটা গোলাপের পাপড়ি,
পথের ধুলায়, অনাদরে পড়ে থাকা এক গুচ্ছ ফুল,
নাকি ষোড়শী বালিকার জীবনের প্রথম করা ভুল,
তুমি কি সুখ, নাকি দুঃখ,
নাকি বালিকা বধুর, মধুর রাত্রি শেষে নির্জরে ভাঙ্গা স্বপ্ন,
তুমি কি গোধুলী লগনের নিভু নিভু আলো,
নাকি মায়াবী চাঁদনী রাত,
তুমি কি মেঘাচ্ছন্ন আকাশের পর, নিরাশার এক পশলা বৃষ্টি,
তুমি মায়া, মোহ, আবেগ,
নাকি বালিকার চোখের জল,
তুমি একাকী রাতের বিষাদ, মাঝরাতে হঠাৎ ভাঙ্গা ঘুম,
নাকি শুধুই দীর্ঘশ্বাস।
তুমি অভিনয়, ছলনা আর প্রতারনা,
নাকি বালিকার প্রথম মধুর প্রেম।
ভালবাসা …
আমি তোমার যত কাছে যাই,
তুমি আমার থেকে তত দূরে যাও,
তোমাকে পেয়ে হারায়, হায়িরে আবার পাই।
তাই আজ তুমি শুধু্ই এক মরিচিকা !!!
আমার জীবনের একমাত্র আক্ষেপ!