নতুন কবি

বর্ষাকাব্য

বর্ষাকাব্য – লিংকন দেব

অশান্ত মন শান্ত হয়
বর্ষাদিনের অবিরাম বৃষ্টিতে ।
স্মৃতির পৃষ্ঠাগুলো আনমনে পড়ে থাকে
খামখেয়ালী ডায়েরীতে ।
না পাওয়ার বেদনাতে জড়িয়ে থাকে
অপূর্ণ চাওয়া পাওয়াগুলো ।
থৈ থৈ পানি চারিদিকে,
সেকি মুষলধারে বৃষ্টি আর বৃষ্টি ।
বৃষ্টিবানে টিনের চালে
বয়ে চলে সুরের অবিভক্ত ধারা ।
নিকষ কালো মেঘে ঢাকা
আকাশটাও বাজায় বজ্রডুমুর ,
হঠাৎ করে কেঁপে কেঁপে উঠে
সদা উচাটন মন ।
শহরের রাস্তা ধরে সীমাহীন,
দূর হতে দূরে কোথাও
ভিজতে থাকি অবলীলায় ।
চোখের জল নিমিষেই মিলিয়ে দেয়
এক পশলা বৃষ্টি ,
বৃষ্টির জল আর চোখের জলের
কি অপূর্ব সৃষ্টি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *