তাহিরানতুন কবি

দূরত্ব

দূরত্ব – তাহিরা

বেশ কিছুদিন হলো তুমি দূরে দূরে থাকো।
কথা নেই মুঠোফোনে,খুদেবার্তায়।
আমার চিঠিগুলো পড়ে থাকে ডাকবাক্সের এক কোনে।
ভুল করেও খুলে দ্যাখো না বুঝতে পারি।

দূরত্বটা বেশ বাড়াচ্ছ তা আমি খানিকটা হলেও টের পাচ্ছি।
এইবার দেয়াল তুলছো
শক্ত কংক্রিটের।
দূরত্ব বাড়ানোর বহুল চর্চিত যে পথ,
ও পথে তুমিও হাঁটছো
তা ভেবে তেমন অবাক হইনি।

শুধু চিনচিনে এক ব্যথা হয় বুকজুড়ে।
অভিমান আজকাল আমার কমই হয়,
ঠিকই তো নিজের মতো
হাসছি,গাইছি,ঘুরছি।

শুধু বুকের ভেতর এক খচখচানি,
তোমারও যে দূরত্ব তৈরিতে নাটক করতে হবে তা কখনও ভাবিনি।
একবার বললেই সরে আসতাম পায়ে পায়ে।
এভাবে মুখ ফিরিয়ে নিলে কি আমি
তোমার বিরক্তির কারণ হতাম,
নিজের মতো একদিন ঠিকই থাকতে শিখে যেতাম।
কষ্ট লুকাতে তখন আমিও হাসতে ভালোবাসতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *