তুমি তো এলে না
তুমি তো এলে না – নিসার আহমেদ
নিশিত রৌদ্দুর ভেঙে বৃষ্টি এলো,তুমি তো এলে না?
ভিজবে কথা দিয়েছিলে তবু অভিমান ভাঙলে না!
দক্ষিণা অনিলে প্রেমের গন্ধ,তোমায় ছোঁয়ার নেশা!
বৃষ্টি মেখে তোমার আবেশে মন যে হারায় দিশা!
কথা ছিলো হাতে হাত রেখে হাঁটবো ভেজা সন্ধ্যায়,
মেঘে মেঘে পাঠালাম চিঠি তবুও আছো নীরবতায়!
অনুভূতি ছুঁতে আকুলতায় হারিয়েছে এ-মন,
বৃষ্টি থামার আগে একটু হোক তোমায় আগমন!