ডাকপিয়ন
ডাকপিয়ন – অমি রেজা
আমার হৃদয়টা সেদিন
ডাকপিয়ন সেজে
বিন্দু বিন্দু আবেগের
বিনি সূতায় স্বপ্ন বুনে
নীল খামে এক বুক ভালোবাসা নিয়ে
তোমার শহরে রওয়ানা হয়েছিল।
অসম্ভব ঠান্ডা আর হিম শীতল
বাতাস বইছিল সেদিন।
ডাকপিয়নের শরীরে তখন
কনকনে শীত অনুভূতি।
হাতে তখন নীল খামে ভরা ভালোবাসা।
তোমার শহরে তোমাকে খুঁজে খুঁজে
ডাকপিয়ন তখন দিশাহারা।
গলি থেকে রাজপথ,মেঠোপথ
সর্বত্র বিচরন করেছে সে-
তোমার কথা কেও জানেনা।
আচ্ছা তুমি ই বল
ঠিকানাবিহীন তোমায় কি করে খুঁজে পাব।
এত্ত বড় শহরের,আনাচে কানাচে
কোথাও ডাকবাক্সের সন্ধান মিলল না।
অবাক কান্ড,ডাকবাক্স গুলো যেন হাওয়ায় মিশে গেছে।
সেই থেকে ডাকপিয়নটার কিযে হল,
উদাস চোখে কেবল আকাশ দেখে
যেখানে নীল যেয়ে মিশেছে দিগন্তে।
সুদূরের হাতছানিতে মন শঙ্খচিল হয়ে
উড়ে যেতে চায় তোমার খোঁজে
প্রতিটি শহরের অলি-গলিতে,
বুকফাটা আর্তনাদে জানান দিতে
ডাকপিয়ন তার নীল খাম
পৌঁছে দিতে চায় তোমার কাছে।
ডাকপিয়নের শীর্ণকায় বুকে এখন
রক্তস্রোত খুব ধীরে চলে,
ডান-বাম সারা অলিন্দ জুড়ে
নীল খামে ভরা ভালোবাসা।