চালচিত্র – এম এ উদ্দীন বিশ্বাস আজু
চালচিত্র – এম এ উদ্দীন বিশ্বাস আজু
পৃথিবীর পরে এলাম মানব বেশে
কতো জীবজন্তু কে রাখলাম বশে,
হার মানতে হলো অবশেষে
অন্ত দহন করছে বিষে।
স্বার্থের দৃষ্টিকোণ থেকে দেখছে সকলে
মানব জাতি এখন জানোয়ার সাথে মিলে,
দু’টি শিকার মারার চেষ্টা একই ঢিলে
রব উঠে কান দিনে গেলো চিলে।
দুটি হাত দুটি পা আছে কর্মের তাগিদে
বলে ফেলি সহসাই অবৈধ অর্থের ভাগ দে,
মানব নাকি জীব সৃষ্টির সেরা
অবৈধ আয়ে রাখে পকেট ভরা।
সমস্ত মানুষের আঙুল-ই দেখায় তারা
সেই সকল মানুষ গুলো কারা,
পৃথিবীর পরে বিরাজমান করে যায় ইশারা
চলমান সমাজের জ্বলজ্বলে তাঁরা।
মাবন জাতি বলে-ই শুনতে হয় প্রতিশ্রুতি
লাল ফিতায় বাঁধা রয়েছে কতো কাকুতি মিনতি,
আর্তনাদ ও করুন চিৎকার ফাইল বন্দী
মানব জাতি তা-ই অবৈধ আয়ের সাথে করেছি সন্ধি।
এ-ই তো বর্তমান চালচিত্র
রক্ত দিয়ে গড়া বাংলার মানচিত্র,
স্বাধীন বলে বাঙালি জাতি গায় জয়গান
সুদ ঘুষের কারবার দেখে উৎফুল্লতা হয়ে যায় ম্লান।
সুদ ঘুষ কে বৈধ করতে নাম দিলেন স্পিড মানি
এমন গতি বৃদ্ধি পেয়েছে ফাইল ধরে করে টানাটানি,
সকলেই এখন করে অর্থের জন্য পূজা
মানব হয়ে জন্ম নেওয়ায় সব চেয়ে বড় সাজা।