চলে যাও
তবে চলে যাও!
যে পথে এসেছিলে সে পথেই চলে যাও।
ভালোবাসা সবার জন্য আসে না ;
ধরে নিব, আমার জন্যও আসেনি।
তবে চলে যাও!
যেখানে বিশ্বাস নেই, সেখানে সুখি শব্দটির চর্চা করতে নেই।
যেখানে আবদার নেই, সেখানে প্রেম নেই।
যেখানে পরোয়া নেই, সেখানে সম্পর্ক গড়া নেহাৎ বোকামি।
যেখানে তিক্ততা থাকে, সেখানে প্রিয় জিনিসও হঠাৎ অপ্রিয় বলে গ্রাহ্য হয়।
যেখানে শুধুই অশ্রু, সেখানে থেমে যাওয়াই বরং সমীচীন।
তবে চলে যাও!
পাশাপাশি এত টা পথ হেঁটে তুমি বড়ই ক্লান্ত
এ আমি বুঝি,
আমার প্রতি তোমার যে শুন্য অনুভূতি
সে খেয়াল তো আমি রেখেছি।
প্রেমহীন চোখের দিকে তো এক বার হলেও তাকিয়েছি
এ আমি বুঝে গেছি।
কই সবাই তো ক্লান্ত হয় না!
যারা ক্লান্তি ভরা চোখে তাকায়,
তারাই শুধু বোঝাতে চায়
এখানেই সমাপ্তি করা যায়,
ভেঙে দিলেই শান্তি! আত্মতৃপ্তি তাই না?
তুমি বলবে অন্য কেউ এখন তোমার প্রেমের যোগ্য
তুমি পুনরায় বুঝিয়ে দিলে কিছু মানুষ জন্মগতই অজ্ঞ।
তবে চলে যাও!
দূর থেকে বহুদূর যেখানে বর্তমানই সব
অতীত নীরব।
হেঁটে যেতে যেতে দেখো আবার,
ওপাশের জন ক্লান্তিতে ডুবে না যায়।
তখন একা হয়ে যাবে।
চাইলেও এই পথে ফিরতে পারবে না
তখন শ্যাওলা জমে পিচ্ছিল হবে এ পথ।
একা বাঁচা সহজ নয় মুখে বলা যত সহজ
একা হাসা যায়, একা কাঁদা যে কতটা বেদনার বুঝবে সেদিন
তবে চলে যাও এখন!
যেখানে দিয়ে এসেছো মন।
আমি অতশত বুঝি না, লোকে বলে সাধারণ
তাই তো কপালে রোজ ঘটে এমন অঘটন!