ক্ষণস্থায়ী
ক্ষণস্থায়ী – জয় গোস্বামী
তোমার হাসির শুভ্র রঙের বাতাসে
নিজেই তো আলো হয়ে উঠেছে একজন
সে বোঝেনি ওই রং এত ক্ষণস্থায়ী হতে পারে
আলো হতে পারে এত
দ্রুত অস্তগামী
পরাজয়,পতন ও অনিশ্চয়তার
হাতে ধরা পড়ে সেইজন
চেয়ে আছে সম্পর্কের ভাঙন-নিশীথে
যে-সম্পর্ক ফিরে আসবে না
কোনও বর্ষা,কোনও গ্রীষ্ম,শীতে…