করিবো তাহারে জয়
কবিতা : করিবো তাহারে জয়
কি আবরণ রাখিয়া তোমায় দিতেছি বিদায়
কোথাও দিয়েছ জন্ম অনাবিল শিশু হাসি,
ভালোবাসা দিয়ে করিছ বরণ ,
তাই তো তোমায় অনেক ভালবাসি।
কোথাও এসেছে কান্না মৃত্যু এলোকেশী
তাই বলে হইনি কভু ভীত সন্ত্রাসী।
কি আবরণ রাখিয়া তোমায় দিতেছি বিদায়
কোথাও বাঁধিছে হিংসা মানবের মাঝে একি,
চেতনার মাঝে কালিমা এ কাহারে দেখি !
সে কি নির্বোধ দেখিয়া ছাহিছে ভয়,
দিপ্তী জ্বালিয়া করিবো তাহারে জয়।
কি আবরণ রাখিয়া তোমায় দিতেছি বিদায়
কোথাও হানিছে হতাশা রাজ্য রাজার ভয়।
চোর ডাকু দলে ছিনিছে অধিকার,
মানুষেরে করিছে প্রজা একি নহে সংশয় ?
কুঠার হানিয়া করিবো তাহারে জয়।
—————————-