আমি মায়াবতী নই
আমি মায়াবতী নই – বুশরা হাবিবা
আমার চোখের কোণের কাজলে মায়া আছে কিনা আমি জানিনা!
চোখের তারায়, ঠোঁটের ভাঁজে কোথাও মায়া আছে কিনা আমি জানিনা।
কেউ কখনো মায়াবতী বলে ডেকেছিলো কিনা মনে নেই।
আমি শুধু এটুকু জানি আমি কখনোই কাউকে
মায়ায় বাঁধতে পারিনি।
যে মায়ার বাঁধনে বাঁধা পড়ে কেউ সাত সমূদ্র পাড়ি দিতে চায়,
যে মায়ার বাঁধনে আটকে পড়ে কেউ বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে আনতে চায় একশ আটটা নীলপদ্ম!
সেই মায়ার বাঁধনে আমি কাউকেই বাঁধতে পারিনি।
বুকের গহীনে যে অসীম মায়ার প্রান্তর আমি পুষে রেখেছি,
সেই মায়ার সন্ধান আমি কাউকে দিতে পারিনি!
আমি ভীষণ যত্নে পুষে রাখা এই মায়ার প্রান্তর-
বারবার ভুল মানুষের সামনে উন্মুক্ত করেছি।
কেউ এই অসীম মায়ার প্রান্তর ছুঁয়ে অব্দি দেখলো না!
অথচ আমি তো পুরোটাই বিনা দলিলে লিখে দিতে চেয়েছিলাম।