আবর্তন
আবর্তন – জারিফা জাহান
বিছানার ভাঁজে ওরিগামীতে
গুঁজে রাখা কিছু খোলসবন্দি কান্না।
ভাঁজ খুলে অজস্র স্নায়বিক
ভুলের শরবনে দেখি তোমার মুখ।
প্রবল ঘুর্নির বাস্পচ্ছাসে পোড়া স্মৃতিমেহন।
যে পথে হারায় চিঠি,চোখ নিভে এলে
টাটকা বাসির মিছে-স্বাদ।
তবু বারেবারে ভুলে যাই
চোখের কার্নিশে সাদা খোলসগুলো অবহেলায় জ্বলে যায়।