আচমকা
আচমকা – জয় গোস্বামী
আচমকা দ্বিতীয় থেকে
একজন তৃতীয় হয়ে গেল
এতদিন সে-ই ছিল প্রেমিক।
নতুনের আগমন হল অকস্মাৎ
(আমরা জানি না ঠিক-বেঠিক)
যে লোক দ্বিতীয় থেকে তৃতীয়তে নেমেছে এখন
সে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে
জ্ঞানশূন্য সে ভুলে বেড়ায়
দিগ্বিদিক