স্বপ্নের সকাল – হাজেরা
কোনো এক পড়ন্ত বিকেলে
তুমি আর আমি, পাশাপাশি
হাটব দুজনে,,,
দুজনে মিলে অনেক গল্প
আর করব হাসা-হাসি,
একটু একটু অভিমানও করব
আবার তোমার বুকেই মুখ লুকিয়ে
বলব, তোমায় অনেক ভালোবাসি,
তোমার হাতেই হাত রেখে
বুনব স্বপ্নের জাল
আশায় আশায় দিন গেলেও
একদিন ঠিকই আসবে স্বপ্নের সকাল…!
Post Views: ৬৩২