যেতে চাই – ঝিলিক চক্রবর্তী
একগুঁয়ে প্রতিবাদী হতে চাওয়া মেয়ে
শোনে এক অলৌকিক ডাক
“একা থাকতে কষ্ট হচ্ছে”—
হৃদপিণ্ডের রক্ত বিন্দু দ্রুতলয়ে নাচে
যেন উন্মাদ,
দেহগন্ধ ডেকে উঠে, আয়
আর মাত্র কয়েকটা মুহূর্ত—
দাঁড়িয়ে যাও, এ জীবনের বাগানে
হে ইশ্বর এবারে আমি পলাতক হব ।।
Post Views: ২৮৪