যদি নাই ফিরি
যদি নাই ফিরি – কৃষ্ণা দাস
যদি নাই ফিরি আর তোর ঘরে
আমায় কি আর ডাকবি কিরে ‘মন’ বলে ?
আকাশ থেকে মেঘ রোদ্দুর চুরি করে
একা একা গান গাবি কী গগন তলে ?
সকাল বেলা ঘুম চোখেতে যখন চা’বি
তখন কি আর পড়বে মনে ‘মনে’র ছবি ?
আবোল তাবোল মন জ্বালানো ‘মনে’র যত কথা
নতুন করে আগের মত জ্বালাবে কি আর তা ?
দুপুর বেলা যখন যাবি সে পথ দিয়ে
কৃষ্ণচূড়া রাধাচূড়া যে পথে দাঁড়িয়ে;
যেথায় কথা তোর সাথে মোর পক্ষকাল
বৃষ্টি ভেজা কুড়ি ফোটানোর স্বপ্নজাল;
একটুও কি থমকাবিনা সেথায় অগোচরে
‘মনে’র মুখ পড়বে না কি হটাৎ করে ?
সন্ধ্যা বেলা যখন যাবি তাসের দলে
ভুলবি কিরে মনের কথা অবহেলে ?
‘দিঘি’ ‘দিঘি’ বুকের মাঝে বেজে অকারণ
করবে খেলা পন্ড কি আর আগেরই মতন ?
নিঝুম রাতে যখন সবাই ঘুমের দেশে
চাঁদের আলো যখন এসে তোর চোখেতে মেশে,
‘দিঘি’ ‘দিঘি’ ‘মন’ ‘মন’ ডেকে সারাক্ষণ
দু এক ফোঁটা চোখের জল পড়বে না কি তখন ?