মেয়েটা
মেয়েটা – মোনালিসা
ও মেয়ে, কে বলে গো নষ্ট তুমি?
যারা বলে নষ্ট তুমি,
তারা ঠিক তেমন-
আমাদের টিয়া পাখি যেমন।
আমাদের টিয়া পাখি- টুসি,
কথা শেখাই তাকে যেমন খুশি।
সেও শেখে আর বলে অবিরত,
ভুলগুলোকেও বলে চলে ক্রমাগত;
ভুল-ঠিক বুঝবেই বা কিকরে?
সে কি চিন্তা করতে পারে
মানুষের মতো করে?
সত্যি মানুষ কিন্তু তেমন নয়,
কোনোকিছু মেনে নেয়না শোনা মাত্রই।
কারন তাদের আছে অন্তরের গভীরতা,
আছে সত্যতা যাচাইয়ের ক্ষমতা,
আছে মানবতা………।
নষ্ট কথাটা খাদ্য আর দ্রব্যের জন্য,
হতে পারেনা তোমার-আমার কিংবা রাজুর জন্য;
অথবা যেকোনো মানুষের জন্য…
যদিও বা ধরে নিই,
তবে শুধুই তুমি নষ্ট কেন?
রাজু নয় কেন?
সেই রাজু, যে অত্যাচারিত হয়েছিল একদল গুণ্ডার দ্বারা…
তবে কি খাদ্য আর দ্রব্যের সাথে তুল্য মেয়েরাই?
তাও যদি হয়, তবু বলি-
তুমি তো আছো আগেরই সেই বাবলি।
নষ্ট যদি হয় কিছু, তা তো লাগেনা আর কোনও প্রয়োজনেই;
কিন্তু তুমি তো হারাওনি তোমার কোনও ক্ষমতাই।।
তাহলে ????????
নষ্ট আসলে কাকে বলে ??????????