মাহফুজ রাজন

মাহফুজ রাজনমাহফুজ রাজনের জন্ম ১৭ই অগাস্ট বাংলাদেশের রাজশাহী জেলায়। কবিতা লেখার অনুপ্রেরণা কবির প্রয়াত স্কুল শিক্ষিকা ‘মা’। জীবন জীবিকার নানা ব্যস্ততার মাঝেও কবিতায় তাঁর সাবলীল উপস্থিতি। কবিতা সম্পর্কে কবির উন্মাদনা ভাবনাতীত। কবি নিজেই বলেছেন সে কথা, কবিতার জন্য এমনও উন্মাদনা ছিল যখন ভাবতাম, কবিতা লিখতে লিখতে যেন মরণ হয় আমার, যেন মৃত্যুর সময় আমার বুক পকেটে থাকে সদ্য জন্ম নেয়া আমারই একটি কবিতা। লেখালেখির শুরু স্কুল জীবন থেকে, ছড়া দিয়ে। গদ্য ও পদ্য দুটিতেই তিনি সমান সাবলীল। কবিতায় দ্রোহ ও প্রেম দুটোই উপস্থিত। তবে প্রেমের কবিতা লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশী। কবিতা আবৃত্তি করতে, গান শুনতে ও গান গাইতে পছন্দ করেন। যেকোন প্রকার অন্যায়,অবিচার ও অমানবিকতাকে ঘৃনা করেন। নদী, সমুদ্র, পাহাড় আর বন কবির প্রিয় ভ্রমণের জায়গা।