ভালোবাসি তোমায়
ভালোবাসি তোমায় – অমি রেজা
আমি হারা তুমি
কেমন আছ।
ফেরারী মন
জানতে চায় বারংবার।
সেই যে কোন এক বসন্তে
চলে এলাম
তোমায় একলা করে।
এরপর কত বসন্ত পেরিয়ে গেছে
আমি হারা তুমি
তব ধরনীতে।
কেমন কাটে তোমার
দিবানিশি সারাক্ষণ।
এখনও কি তুমি
সাগর তীরে দাড়াও
বিমুগ্ধ চিত্তে উর্মিমালা দেখ,
বাতাসের মাতাল হাওয়ায়
তোমার শাড়ীর আঁচল
উড়ে চলে যায়
ডানা মেলা শঙ্খচীল হয়ে।
এখনও কি তুমি
আলতা পায়ে নুপুর পরে
সারা বাড়ি দাপিয়ে বেড়াও।
এখনও কি হাস্নাহেনা ফুঁটে,
মিষ্টি ঘ্রানে ভরে যায় বাড়ীর আঙ্গিনা।
এখনও কি তুৃমি ভরা পূর্ণিমায়
চন্দ্র জ্যোৎস্নায় স্নান করো।
কেউ কি তোমায়
অপরূপা বলে বুকে জড়িয়ে নেয়।
কানে কানে চুপি চুপি
কেউ কি বলে
ভালোবাসি তোমায় এত্ত এত্ত।
আমি হারা তুমি
কেমন আছ।।