প্রতি সাবেক প্রেমিকা – শাহদাদ সাজিব
ইজ্জত হবে, ইজ্জত।
লাল ইজ্জত,নীল ইজ্জত!
নিলাম হবে নাকি ইজ্জত?
যেমনটি নিলাম হয় তাপস আলয়ে।
আমিও ভাল ক্রেতা
জয় কিংবা অন্যকারো থেকে না হয়
বেশিই দিলাম!
এক টুকরো নির্লজ্জ ইজ্জত হবে,
অনেক দিনের নির্লজ্জ সখ
তোর নোংরা ইজ্জত আকাশে ওড়াব।
ইজ্জত হবে,ইজ্জত।
লাল ইজ্জত,নীল ইজ্জত!
Post Views: ৬০১