পাখির মতো মন
পাখির মতো মন – অমি রেজা
মাঝে মাঝে মন উদাসী হয়।
ফেলে আসা দিন
মনে আসে বারবার,
দুঃখ জাগানিয়া গান
গেয়ে উঠে বারবার।
আহা! জীবনটা এমনি এমনি কাটিয়ে দিলাম।
ঐ পাখিটাকে আমার বড্ড হিংসা হয়,
ডানা মেলে কি সুন্দর….আকাশ সাঁতরায়।
ঐ সমুদ্রের ঢেউগুলো কে আমার হিংসা হয়,
কি সুন্দর ছন্দে ছন্দে তীরে এসে আছড়ে পড়ে।
ঐ ঝর্ণাটাকে আমার হিংসা হয়,
পাহাড়ের বুক বেয়ে কত উঁচু থেকে-
নীচুতে গড়িয়ে পড়ে।
ঐ গীটারটা কে আমার হিংসা হয়,
কি সুন্দর তার টুং টাং শব্দে সবাইকে মুগ্ধ করে।
ঐ সূর্য টাকে আমার হিংসা হয়,
নিজেকে পুড়িয়ে কত যতনে
অন্যকে আলো বিলিয়ে দেয়।
ঐ চাঁদ টা কে আমার হিংসা হয়,
অবাক জ্যোৎস্না দিয়ে,
সবাইকে কেমন মুগ্ধ করে।
আহা! মানুষ আমি,
আমার কেন পাখির মতো মন।।