নিয়মাবলী

প্রিয়-বাংলা-কবিতা.ডট-কম-এ প্রকাশিত যেকোন কবিতা, আলোচনা কিংবা মন্তব্যের পুরো কপিরাইট ও দায়ভার এর লেখকের, প্রিয়-বাংলা-কবিতা.ডট-কম কর্তৃপক্ষের নয়। এই ওয়েবসাইটে যে কোনরকম লেখা প্রকাশের ক্ষেত্রে নিচের নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে।

ক) সব ক্ষেত্রে প্রযোজ্য

১) কবিতা, আলোচনা ও মন্তব্য সহ যেকোনো লেখাই মার্জিত হতে হবে।
২) কোন রকম সাম্প্রদায়িকতা, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোন প্রচলিত রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করা যাবে না।
৩) গালাগালি কিংবা অশালীন শব্দের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ।
৪) যেকোনো ধর্মীয় কিংবা সামাজিক মূল্যবোধে আঘাত হেনে কিছু বলা যাবে না।
৫) কবিতার মাধ্যমে কিংবা আলোচনায় সংবেদনশীল যেকোনো বিষয়ে বক্তব্য উপস্থাপনে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তা কোনরকম বিতর্কের উদ্রেক না করে।
৬) নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা করা যাবে না।
৭) দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা অন্যান্য জাতীয় চেতনার পরিপন্থী কোন বক্তব্য রাখা যাবে না।
৮) কপিরাইট আইন মেনে চলতে হবে। লেখা কোনভাবেই অন্য কারো লেখার পুরোপুরি কিংবা আংশিক কপি হওয়া চলবে না। লেখার মূল বক্তব্য অবশ্যই লেখকের নিজস্ব হতে হবে।
৯) পর্ণোগ্রাফি কিংবা যৌন-বিষয়ক যেকোনো লেখা এখানে পুরোপুরি নিষিদ্ধ।
১০) পুরোপুরি বিজ্ঞাপনমূলক কোন লেখা প্রকাশ করা যাবে না।
১১) কবিতা কিংবা অন্য যেকোনো লেখার কপি নিজের কাছে রেখে তারপর এখানে প্রকাশ করবেন। এখানে প্রকাশিত কবিতা বা লেখা সবসময় সংরক্ষণ করতে পারার কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না। কোন কারণে ওয়েবসাইট থেকে আপনার কবিতা বা লেখা মুছে গেলে তার দায়ভার কর্তৃপক্ষ বহন করবে না।
১২) এমন কোনো বক্তব্য রাখা যাবে না যা অন্যদের ভায়োলেন্স, টেররিজম কিংবা যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক আইন ভঙ্গ করায় উদ্বুদ্ধ করে।
১৩) কারও একাধিক লেখায় বা মন্তব্যে যদি নির্দিষ্ট কোনো দেশ-ধর্ম-জাতির বিরুদ্ধে হেইট স্পিচ পাওয়া যায়, তবে তাকে সরাসরি  ব্যান করে দেয়া হবে।

খ) কবিতা প্রকাশে প্রযোজ্য

১) কবিতা শুধুমাত্র নতুন কবি সেনশনে প্রকাশ করা হবে।
২) কবি শুধুমাত্র তার স্বরচিত কবিতা প্রকাশ করতে পারবেন। অন্যের কবিতা নিজের নামে এখানে প্রকাশ করা হলে প্রমাণসাপেক্ষে কবিতা মুছে দেওয়া হবে।
৩) কবিতার বিষয়বস্তু নির্বাচনের পূর্ণ স্বাধীনতা আছে কবির। তবে যেকোনো বিষয়বস্তুর উপর লেখা কবিতা এখানে প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে কিছু। এই ওয়েবসাইট সব বয়সের সব পাঠকের জন্য উন্মুক্ত। তাই অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযোগী বিষয়বস্তুর উপর লেখা কোন কবিতা এখানে প্রকাশ করা যাবে না।
৪) কবিতায় অশালীন বা আপত্তিজনক কোন বক্তব্য বা শব্দ থাকলে তা সরাসরি ব্যান করা হবে। (কোন কবিতায় স্পষ্ট ভাষায় যৌন-ক্রিয়া কিংবা যৌনাঙ্গের উল্লেখ থাকলে একে অশ্লীল বলে বিবেচনা করা হবে। কবি হিসাবে যে কেউ তার কবিতায় প্রয়োজনবোধে যৌন-বিষয়ক বক্তব্যের অবতারণা করতে পারেন অবশ্যই, তবে সেটা এই ওয়েবসাইটে প্রকাশ করা যাবে না।)
৫) কবিতাটি যদি কোন বইয়ে প্রকাশিত হয়ে থাকে, তবে কবিতা যোগ করার বা সম্পাদনার পাতা থেকে কবিতার সাথে বইটি যোগ করে দেয়া যায়। তবে যে বইয়ে কবিতাটি প্রকাশিত হয়নি, এমন বইয়ের নাম যদি কবিতার সাথে যোগ করেন।

গ) মন্তব্য প্রকাশে প্রযোজ্য
১) অন্যের লেখায় শুধুমাত্র “ভালো লেগেছে” টাইপের মন্তব্য না করে লেখার সাথে প্রাসঙ্গিক ও অর্থবহ মন্তব্য করুন।
২) প্রয়োজন ছাড়া প্রসঙ্গের বাইরে গিয়ে উত্তর-প্রতি-উত্তরের মাধ্যমে কোন লেখায় আড্ডা শুরু করবেন না।
৩) একই মন্তব্য কপি করে (কিংবা টাইপ করে) অন্যের একাধিক লেখায় প্রকাশ করতে দেয়া হয় না। তবে আপনি আপনার নিজের যেকোনো লেখায় অন্যের মন্তব্যের প্রতি-উত্তরে ধন্যবাদ জ্ঞাপনসূচক একই মন্তব্য কপি করে দিতে পারেন।
৪) একই মন্তব্য কপি করে একাধিক কবিতা ও লেখায় প্রকাশ করতে গেলে প্রকাশের পরিবর্তে সতর্কবার্তা দেখানো হয়। এই বার্তা দেখার পরও কেউ যদি বারবার একই মন্তব্য প্রকাশের চেষ্টা করতে থাকে, তবে দশের অধিক এরকম চেষ্টা করা হলে স্বয়ংক্রিয়ভাবে তার মন্তব্য করার ক্ষমতা ১ দিনের জন্য ব্যান করে দেয়া হয়।
৫) অন্যের কবিতা কিংবা লেখায় মন্তব্যের মাধ্যমে নিজের কোন কবিতা বা লেখা পড়ার আমন্ত্রণ জানানো যাবে না।

ঘ) আবৃত্তি প্রকাশে প্রযোজ্য

১) কোন এক কবিতায় অন্য কোন কবিতার আবৃত্তি যোগ করা যাবে না। যে কবিতায় আবৃত্তি যোগ করা হবে, তা শুধুমাত্র সেই কবিতারই আবৃত্তি হতে হবে।
২) আবৃত্তির সাথে আবৃত্তিকারের নাম প্রকাশ করা ঐচ্ছিক হলেও তা প্রকাশে সবাইকে উৎসাহী হতে পরামর্শ দিচ্ছি আমরা।
৩) যে কবিতাটি আবৃত্তি করা হবে, সে-ই কবিতাটি আবৃত্তি পাতায় প্রকাশিত হতে হবে।