ইশরাত তানিয়ানতুন কবি

দুই বোন

দুই বোন – ইশরাত তানিয়া

ঝপাৎ!
প্রেমটাকে কুয়ায় ফেলে- সাক্ষী এই রাত,
হাত ঝেড়ে বড় বোন কদম গাছের নিচে দাঁড়ালো।
নত মুখে পাতা ছিঁড়ে, দাঁতে কাটে-
বড় বোন কেঁপে উঠে, বোঝা দায়, বাতাসে কি কান্নায়।
ওদিকে, ধীর পায়ে সরে গেল কেউ
শ্যাওলা পিছল জলে উঠে ঢেউ।
ঝপাৎ!
দড়িটাকে ছেড়ে ছেড়ে- এই অকস্মাৎ
ছোট বোন প্রাণপণ কুয়াতে সে বালতি নামালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *