আমার হয়েই থেকে যাও
আমার হয়েই থেকে যাও – বুশরা হাবিবা
হাজারটা সমস্যা,
অগণিত মান-অভিমান,
কারণে অকারণে মন কষাকষি,
হিসেবে বেহিসেবে ভুল বোঝাবোঝি,
ঠুনকো কারণে অজস্র মন খারাপি,
তারপর হাজারটা নালিশ-সালিশ শেষে শেষমেশ সব শেষ করে দেয়ার আর্জি অব্দি!
এতো এতো দোষ-ত্রুটি, ভুল বোঝাবোঝি শেষে রাগে কিংবা অভিমানে
সবটা পিছুটান ভুলে গিয়ে সব শেষ করে দিতে গেলেই
বুকের ভেতর চিনচিনে একটা ব্যথার উপস্থিতি মনে করিয়ে দেয়,
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়-
যত মান-অভিমান, যত ভুল বোঝাবোঝিই থাক,
দিনশেষে অবুঝের মতো শুধু এটুকুই চাই-
সবশেষে সব ভুলে দিনশেষে তুমি শুধু আমার জন্যই থেকে যাও।
হোক না হয় হাজারটা মতের অমিল,
বাঁধুক না হয় তুমুল ঝগড়া,
তবুও এবেলার সব ঝগড়া শেষে, সবটা মান-অভিমান ভুলে তুমি শুধু আমার হয়েই থেকে যাও,
সবকিছু শেষ করে, ছেড়ে ছুঁড়ে যাবার হাজারটা কারণ থাকার পরেও তুমি শুধু আমার জন্যই থেকে যাও,
আমার হয়েই শুধুমাত্র আমার জন্য থেকে যাও।