আপনিময়
আপনিময় – সুলতানা পারভীন সুমি
এই যে, সারাদিনের কাজ চুকিয়ে যখনই বই নিয়ে বসি
কিছু একটা পড়বো ভেবে _
পড়বো আর কি!আমি তো আজকাল আপনাকেই পড়ে ফেলি।
যতবার ভাবি আজ একখানা কাব্য লেখা যাক,
লিখব আর কি! প্রতি পাতায় যেন আপনারই নাম লেখি।
কতবার ভাবি আপনাকে পত্র পাঠাবো!
লিখতে বসলেই যেন চার পাঁচ পাতা লেখা হয়ে যায়___
ভেঙে ফেলি পত্রের নিয়ম!
এমন পত্র কি করে করবে গ্রহণ?
ডাকপিয়ন!
যতবারই ভাবি আপনার কথা ক্ষন কালের জন্য ভুলতে চাই,
ততবারই চোখের সামনে আপনাকেই দেখতে পাই
বাহির হলেও আপনাকে ভেবে পথ ভুলে যাই।
এমনটা কি আপনারও হয়?
আপনার ছায়া আমাকে আলিঙ্গন করে রোজ!
আপনিও কি এভাবেই করেন আমার খোঁজ?
যখনই ভাবি আজ একখানা ছবি আঁকি
ক্যানভাসে কবেই যেন আপনাকে এঁকে ফেলেছি!
দিন রাতের তারতম্য তো কবেই গিয়েছি ভুলে!
মাঝেমধ্যে সকাল রোদেও দেখি জোছনা নামে।
ভরদুপুরেও বৃষ্টি পড়ে!
বিকেল গড়ালে কারা যেন আপনার নাম করে আমায় ডাকে,
আমিও ছুটি, দেখি কে তবে?
কোথাও কেউ নেই।
এমনি করেই গোটা দিন কেটে যায় এলেমেলো!
যতবার ভাবি আজ তবে একখানা গান গাই ,
গাইবো আর কি! সুর, তাল সবই যে ভুলে যাই।