অব্যক্ত ভালোবাসা
অব্যক্ত ভালোবাসা – মারুফ আহম্মেদ
আমার জন্মলগ্ন থেকে,
তোমাকে খুজছি,
তোমার প্রতিক্ষা করছি …
বৃষ্টির দিনে জানালার পাশে বসে,
শিশির ভেজা সিন্ধ সকালে চলার পথে,
তপ্ত দূপুরে অলি গলিতে,
উন্মাদ বিকালে মোড়ের চায়ের দোকানে,
সর্ণালী সন্ধ্যায় এই মায়াভরা নগরীর পথে,
একাকী রাতে নির্জনতার সাথে সখ্যতা করে,
তারাদের সাথে গল্প করে,
নির্ঘূম রজনীভর তোমাকে খুজতাম,
তুমি কি তা জানতে?
আমি সর্বদা তোমার মঙ্গল কামনা করতাম,
তোমার জন্য স্রষ্ঠার কাছে প্রার্থনা করতাম,
তুমি যেন ভাল থাক, সুস্থ থাক, সুখে থাক।
তুমি কেমন আছো,কি করছো,কোথায় আছো,
এই ভাবনায় কাটত সমস্তক্ষন।
তোমার সাথে মনে মনে গল্প করতাম,
মান অভিমানের খেলা করতাম।
সূর্যকে তপ্তহীন, ঝড়কে গতিহীন,
আর শীতকে শীতলতাহীন হতে বলতাম,
তোমার কষ্ট হবে বলে,
তুমি কি তা শুনতে?
তোমাকে নিয়ে আমার ছেলেমানুষী উল্লাস,
নিষ্পলক চোখে ব্যাকুল হয়ে চেয়ে থাকা,
অব্যক্ত কথা ইঙ্গিতে বোঝানোর ব্যর্থ চেষ্টা,
তোমাকে নিয়ে দেখা আমার,
অজানা ভবিষ্যতের বর্ণিল স্বপ্নগুলো,
যেখানে শুধু ছিলাম, তুমি আর আমি।
তুমি কি তা দেখতে?
আমি যে তোমাকেই ভালবাসতাম, ভালবাসি, আর ভালবেসে যাব,
তুমি যে আমার হবে,
তুমি কি তা জানতে?